নিউ ইয়র্কে আল্লামা তাফাজ্জুল হক
বিএনিউজ: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন শায়খুল হাদীস আল্লামা হাফেজ তাফাজ্জুল হক বলেছেন, দুনিয়া-আখেরাতের কল্যাণ মুমিন জীবনের লক্ষ্য হলেও আমাদের আসল ঠিকানা জান্নাত। গত ১১ এপ্রিল শনিবার জ্যামাইকা দারুস সালাম মসজিদ মিলনায়তনে তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি। যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন মসজিদ ও ইসলামিক সেন্টারে মাসব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের দ্বিতীয় দিনে পবিত্র কুরআন ও হাদীসের আলোকে ইসলামের বিভিন্ন দিক তুলে ধরে তিনি বলেন, বিপদ-আপদ, প্রাকৃতিক দুযোর্গ মানুষের হাতে কামাই। বিপদ থেকে মুক্তির জন্য বেশী করে নেক আমল করার আহবান জানান তিনি। আল্লামা তাফাজ্জুল হক বলেন, জীবন গঠনে সর্বত্র নবী মুহাম্মদ (সা:)এর সুন্নতের অনুসরণ করতে হবে। দুনিয়া-আখেরাতের কল্যাণ মুমিন জীবনের লক্ষ্য হলেও আমাদের আসল ঠিকানা জান্নাত। জান্নাত পেতে হলে প্রত্যেক মুসলমানকে সৎকাজে করতে হবে। দারুস সালাম মসজিদের খতিব ইমাম কাজী আব্দুল মুকিতের পরিচালনায় তাফসীর মাহফিলে আল্লামা তাফাজ্জুল হক বলেন, আখেরাতের অনন্ত জীবন সুন্দর ও স্বার্থক করার লক্ষ্যে দুনিয়াতে অনৈতিক কাজ পরিহার করা প্রত্যেক মুসলমানের ঈমানী দায়িত্ব। দুনিয়াতে কল্যাণ এবং আখেরাতে মুক্তির জন্য সকলকে আল্লাহ রাস্তায় জীবন...